ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমরা রাতের ভোটে বিশ্বাসী নই, আমরা দিনের ভোটেই নৌকার বিজয় সুনিশ্চিত করব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতিটি ক্ষেত্রে রক্ষা করেছেন।
বুধবার (০৪ অক্টোবর) দুপুরে তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী প্রদত্ত নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি শাওন বলেন, ‘প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পসহ নানা সুবিধা দিয়ে মানুষের অভাব দূর করেছেন। মানুষের এখন ভাতের অভাব নেই। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই দেশনেত্রী পিছিয়ে পরা জনপদকে উন্নয়নের জনপদে রূপান্তরিত করেছেন। করোনা, আইলা, আম্পানসহ সব দুর্যোগের সময় সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনের মানোন্নয়ন ও নিরাপত্তায় কাজ করে চলেছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে আশ্রয়ের ব্যবস্থা করেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন। তিনি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে তা বাস্তবায়ন করবেন। আগামী নির্বাচনে মনোনয়ন পেলে আপনারা সর্বোচ্চ ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে লালমোহন তজুমদ্দিনকে স্মার্ট বাংলাদেশ করে গড়ে তোলা হবে। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সুভ্র দেবনাথের সভাপতিত্বে তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম), তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
মন্তব্য করুন